গতকাল অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ফাইনাল। সন্ধ্যায় খেলা হলেও সকাল থেকে শেলে বাংলা স্টেডিয়ামে দর্শকদের ভীড়। চলছিল টিকেটের জন্য হাহাকার। সময় গড়ানোর সাথে সাথে পরিপুর্ণ হয়ে যায় শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারী। চারদিকে যেন সমুদ্রের গর্জন। কিন্তু হঠাৎই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নীরবতা। আগের দিন রাতে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত হন অন্তত ৪৬ জন। তাদের প্রতি শোক জানিয়ে বিপিএল ফাইনালের আগে ওই নীরবতা পালন করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ফরচুন বরিশালের ফাইনালের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এই নীরবতা পালন করেন। দর্শকভর্তি গ্যালারিও তখন নীরব হয়ে যায়। একই সঙ্গে বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।