এক মাস পেছাল নচিকেতার কনসার্ট

| বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৪:০৬ অপরাহ্ণ

এ মাসেই ঢাকায় দুটি কনসার্ট করার কথা ছিল দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর। ১২ জুলাই একটি কনসার্ট করেও গেছেন, যেটা অনুষ্ঠিত হয়েছিল হাতিরছিল এম্ফিথিয়েটারে। ‘ঢাকা মেলাঙ্কলি’ শীর্ষক ওই কনসার্টে তাঁর সঙ্গে পারফরম করেছিলেন বাংলাদেশের অর্ণব, আহমেদ হাসান সানি ও আরমীন মুসা।

দ্বিতীয় কনসার্টের নির্ধারিত দিন ২৬ জুলাই। তবে সেটি আপাতত হচ্ছে না। নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভালিউম টু শীর্ষক কনসার্টটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক আজব কারখানার কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার। তিনি বলেন, দেশের চলমান অবস্থা বিবেচনায় এনে কনসার্ট পেছানো হয়েছে। ইন্টারনেট না থাকায় খবরটা জানতেও পারছিনা না। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে একই ভেন্যুতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হবে এই কনসার্ট। যারা এরই মধ্যে টিকিট সংগ্রহ করেছে, তারা সেটা দিয়েই উপভোগ করতে পারবে। অথবা কেউ যদি টাকা ফেরত চায়, সে ব্যবস্থাও রাখা হবে। জয় আরো জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে কনসার্টের নতুন তারিখ ও অন্যান্য তথ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবেন। প্রসংগত গত বছর নভেম্বরে নচিকেতার সংগীত জীবনের তিনি দশক পূর্তি উপলক্ষে ঢাকার একই ভেন্যুতে কনসার্টের আয়োজন করেছিলেন জয় শাহরিয়ার। সেখানে অসামান্য সাড়া পেয়েই পুনরায় উদ্যোগটি নিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপর্দায় ফিরতে যাচ্ছেন পপি
পরবর্তী নিবন্ধফিরছেন শাবনূর