এক মাস পর শনাক্ত ৫ হাজারের নিচে

| সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

ওমিক্রনের দাপটে দেশে কোভিড রোগীর সংখ্যা মাঝে বাড়লেও এখন কমার ধারা চলছে। এক মাস পর এক দিনে শনাক্ত রোগী ৫ হাজারের নিচে নেমেছে, শনাক্তের হারও নেমেছে ১৫ শতাংশের নিচে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ৩২ হাজার নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৮৩৮ জন রোগী শনাক্তের খবর দিয়েছে। তাতে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ১৪ দশমিক ৮৫। খবর বিডিনিউজের।
নতুন শনাক্তদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জন। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১৩ হাজার ৮৫৩ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ২৩৩ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। তবে উপসর্গবিহীন রোগীরা এই হিসাবে আসেনি।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩ হাজার ৩৮৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৯ শতাংশের বেশি। যে ২৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২০ জন পুরুষ এবং আটজন নারী। তাদের মধ্যে ১২ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের দুজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের দুজন বাসিন্দা ছিলেন।
তাদের ১৬ জনের বয়স ৬০ বছরের বেশি, পাঁচজনের বয়স ৫১ থেকে ৬০ বছর, তিনজনের বয়স ৪১ থেকে ৫০ বছর, একজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের টিকার ২য় ডোজ প্রদান শুরু
পরবর্তী নিবন্ধনিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে : ডা.শাহাদাত