এক মাস পর দেহাবশেষ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

প্রায় একমাস পর সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত বিএম ডিপো থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ডিপোর টিন শেড পরিষ্কার করতে গিয়ে দেহাবশেষটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

তিনি বলেন,

বিএম ডিপোর ভেতরে টিন শেড পরিষ্কার করতে গিয়ে শরীরের পুড়ে যাওয়া দেহাবশেষ, মাথার খুলি পাওয়া যায়। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট করার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪৯ জন নিহত ও প্রায় ৩ শতাধিক আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভোগ্যপণ্যের বাজারে স্বস্তি
পরবর্তী নিবন্ধ৩০ দিন পর পণ্যবাহী কন্টেনার ছাড় শুরু