এক মাসে ২১ কোটি টাকা বকেয়া আদায় কর্ণফুলী গ্যাসের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বকেয়া আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, রাইজারের লিকেজ শনাক্ত ও মেরামত অভিযান অব্যাহত রেখেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল)। পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠানটি গত এক মাসে পরিচালিত অভিযানে প্রায় ২১ কোটি ৩২ লাখ টাকা বকেয়া আদায় করেছে। কেজিডিসিএল সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর থেকে কর্ণফুলী গ্যাসের ১৬টি টিম অভিযান পরিচালনা করে আসছে। চলমান অভিযানে ৭ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৯৮১টি গ্রাহকের সংযোগ পরিদর্শন করা হয়। অভিযানে ২১ কোটি ৩২ লাখ টাকা বকেয়া বিল আদায়সহ বকেয়া বিল পরিশোধ না করা, অননুমোদিতভাবে গ্যাস ব্যবহার, অভ্যন্তরীণ লাইনে লিকেজ, রাইজার আবদ্ধকরণসহ নানা কারণে ৫৯২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তন্মধ্যে ৫৩৪টি আবাসিক, ৪৬টি বাণিজ্যিক, ১১টি শিল্প ও ১টি সিএনজি স্টেশন রয়েছে। এপর্যন্ত ২৮টি রাইজার আবদ্ধ ও ঝুঁকিপূর্ণ স্থান হতে নিরাপদ স্থানে স্থানান্তর করার পাশাপাশি ১৯৫টি রাইজারের লিকেজ মেরামত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের মতোই চিকিৎসা পাচ্ছে বাংলাদেশের মানুষ : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধফেসবুক হ্যাকড হলে সহায়তা দেবে সরকার : পলক