এক মাসের মধ্যেই বিদ্যুতের সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে : প্রতিমন্ত্রী

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সংকটে বিশ্ব একটি বড় বিপর্যয়ে পড়েছে। তাই এক মাসের মধ্যেই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।
গতকাল বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
নসরুল হামিদ আরো বলেন, এ জ্বালানি বিপর্যয়ের প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশে কলকারখানা বেড়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই বিদ্যমান সংকট মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী হতে হবে। তিনি অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের সংগীতানুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধভিবিডি-সিইউএসএসের পোস্টার প্রেজেন্টেশন কর্মশালা সম্পন্ন