বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর আশ্বাস পেয়ে জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে এক মাস সময় বেঁধে দিয়ে রাস্তা ছেড়েছেন। গতকাল বুধবার জাতীয়করণের দাবিতে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন শিক্ষকরা। দুপুর ২টার পর তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। এক পর্যায়ে সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এরপর শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে দেখা করেন। পরে বিকাল পৌনে চারটার দিকে সচিবালয় থেকে বের হয়ে কর্মবিরতির এ কর্মসূচি ঘোষণা করেন। খবর বিডিনিউজের।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সেপ্টেম্বরের ১৪ তারিখ সারা বাংলাদেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান অর্ধদিবস কর্মবিরতি এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তারপরও যদি দাবি মানা না হয়, তাহলে আরো এক মাস অপেক্ষা করে ১২অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমরা প্রস্তাব রেখেছি আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২০ শতাংশ বাড়ি ভাড়া বাড়ি বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে। মন্ত্রণালয় চিকিৎসাভাতা আমাদের ৫০০ থেকে ১০০০ করা হবে আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার উপর গুরুত্ব দিয়ছি।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব আজিজী বলেন, যদি তাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালয় ডিউ লেটার পাঠানো না হয় তাহলে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।