মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের এক জেলের ফিশিং ট্রলারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কালো পোপা মাছ। অতি মূল্যবান এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকায়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার ধলঘাটা ইউনিয়নের জেলে নুরুল আবছারের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় লোকজনের কাছে মাছটি কালো পোপা নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছের এমন আকাশচুম্বী দাম।