ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে পুলিশের টহল টিমের ওপর আক্রমণের দায়ে আব্দুল জব্বার (পলাতক) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সাতকানিয়ার ডেমশা বাজারের পাশের মৃত নূর আহাম্মদের ছেলে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি কামরুন নাহার বেগম বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরো বিচার প্রক্রিয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় বলে জানান তিনি।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ১৮ মে চান্দগাঁও থানাধীন বণিকপাড়া এলাকার জাফর আলী খান চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতি শেষ করে ফেরার পথে পুলিশের একটি টহল টিমের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়।
পুলিশের ওপর আক্রমণের মামলায় যাবজ্জীবনের পাশাপাশি ডাকাতি মামলারও রায় ঘোষণা হয়। ডাকাতির মামলায় আব্দুল জব্বারকে ১০ বছরের সশ্রম সাজা দেওয়া হয়েছে। দুটি মামলায় চার্জশিট দাখিল পরবর্তী ২০০৬ সালের ১৫ অক্টোবর চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।