গড় আয়ুর হিসাবে অনেক দিন বেশিই বেঁচেছিলেন ক্রিস্টিনা কালদেরন, আবার তার চেয়ে বেশি বয়সী কেউ কেউও বেঁচে আছেন বিশ্বে। কিন্তু এই নারীর মৃত্যুর সংবাদটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণে যে তার সঙ্গে একটি ভাষাও বিশ্ব থেকে চিরতরে বিদায় নিতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকারও সুদূর দক্ষিণে চিলিতে বসবাস ছিল ক্রিস্টিনার। ইয়াগান জনগোষ্ঠীর এই নারী ৯৩ বছর বয়সে গত বুধবার মারা যান। ইয়ামানা ভাষায় কথা বলতে পারা শেষ ব্যক্তিটি তিনিই ছিলেন বলে জানিয়েছে সিএনএন ও রয়টার্স।