এক ব্যক্তির কিডনিতে ২০৬ পাথর

| শনিবার , ২১ মে, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

ছয় মাস তীব্র যন্ত্রণা ভোগের পর ভারতের হায়দ্রাবাদের এক পুরুষ খানিকটা স্বস্তি পেয়েছেন। প্রায় এক ঘণ্টা অপারেশন চালিয়ে চিকিৎসকরা ৫৬ বছরের ওই পুরুষের কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করেছেন। আওয়ারে গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকেরা ভিরামাল্লা রামালাকসমাইয়ার কিডনি থেকে এসব পাথর অপসারণ করেন। নালগোন্দা এলাকার এই বাসিন্দার পেটে কিহোল সার্জারি করা হয়। এর আগে তিনি স্থানীয় এক চিকিৎসকের দেওয়া ওষুধ অনুসরণ করতেন তিনি। এতে কেবল সাময়িকভাবে ব্যথা দূর হতো তার। তবে এই তীব্র ব্যথা তার প্রাত্যহিক জীবনে ব্যাঘাত ঘটাতে শুরু করে। নিজের কাজ দক্ষতার সঙ্গে করতে পারছিলেন না তিনি।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনী ম্যাচে পাথরঘাটা দুর্বারের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধনিজ বিমানে বিশ্বভ্রমণে কিশোর পাইলট