এক বছরের কমিটি ৯ বছরে এসে ভাঙছে

রাঙামাটি জেলা ছাত্রলীগ

প্রান্ত রনি, রাঙামাটি | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৪:৩৯ পূর্বাহ্ণ

অবশেষে এক বছরের জন্য গঠিত রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটি ৯ বছরে এসে ভাঙছে। আগামী মাসের ২৯ এপ্রিল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছে এক জরুরি সভা থেকে। গতকাল সোমবার দুপুরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত এসেছে। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। জরুরি সভায় জেলা কমিটি ভাঙার আগে রাঙামাটি সরকারি কলেজ শাখা, পৌর শাখাসহ মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটিগুলো নতুন করে গঠনের দাবি ওঠে নেতাকর্মীদের আলোচনায়। তবে সভায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। মূলত জেলা ছাত্রলীগের সোমবারের জরুরি সভার আগে রোববার দুপুরে জেলা ছাত্রলীগের শীর্ষনেতাদের সঙ্গে জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারের সঙ্গে তার চম্পকনগরের বাসভবনে বৈঠক হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত আসে জেলা ছাত্রলীগের ৯ বছরের কমিটি ভাঙার। এরপর সোমবারের জরুরি সভা থেকে সম্মেলনের দিন ধার্য হয়।

সংগঠনের নেতাকর্মীদের দেয়া তথ্যমতে, জেলা কমিটির অধীনে থাকা ইউনিটগুলোর একটিরও মেয়াদ নেই। রাঙামাটির জেলা কমিটির অধীনে দশটি উপজেলা, রাঙামাটি সরকারি কলেজ ও পৌর কমিটি রয়েছে; যার একটিরও মেয়াদ নেই। কলেজ কমিটি নিষ্ক্রিয় দীর্ঘদিন ধরেই।

জানা গেছে, ২০১৫ সালের ২ জুন রাঙামাটি পার্বত্য জেলা শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর পরদিন ৩ জুন জেলা ছাত্রলীগের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ এক বছর হলেও কমিটি ঘোষণার আড়াই বছর ২০১৮ সালের ১১ জানুয়ারি ১৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অর্থাৎ মেয়াদ শেষের দেড় বছর পর করা হয় পূর্ণাঙ্গ কমিটি। জেলা ছাত্রলীগের কমিটি ভাঙার বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, আজকের (সোমবার) জরুরি সভা থেকে আগামী ২৯ এপ্রিল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছে। উপজেলা কমিটিসহ অন্যান্য ইউনিট কমিটি নিয়ে সভায় আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের লক্ষ্য সফলভাবে জেলা সম্মেলন করা।

পূর্ববর্তী নিবন্ধ‘অভিযানের প্রস্তুতি’ আন্তর্জাতিক বাহিনীর, বাংলাদেশের না
পরবর্তী নিবন্ধগাজীপুরে গ্যাসের আগুনে মৃত্যু বেড়ে ১১