এক ফ্রেমে মৌসুমী-শাবনূর

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

নব্বই দশক এবং তার পরবর্তী সময়েও ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো দুই নায়িকা মৌসুমী ও শাবনূর এখন কেবল চলচ্চিত্রেরই বাইরে নয়, বসবাস করছেন ভিনদেশে। একজন যুক্তরাষ্ট্রে এবং আরেকজন অস্ট্রেলিয়ায়। দুজনকে এক ফ্রেমে পাওয়া একটি দুরূহ ব্যাপার। তবে সেই কাণ্ডটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। কীভাবে? গেল ১৭ ডিসেম্বর চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মবার্ষিকী গেছে। বিশেষ এই দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে ছেলে আইজানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান শাবনূর। সেখানে জন্মবার্ষিকী উপলক্ষে সবাই একত্রিত হন চিত্রনায়ক অমিত হাসানের বাসায়। ফেইসবুকে শাবনূরের পোস্ট করা এক ভিডিওতে দুই তারকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত ভক্তদের সামনে এসেছে। ভিডিওতে দেখা গেছে, একগুচ্ছ ফুল হাতে অমিত হাসানের বাসায় আসেন মৌসুমী। বহু বছর পর মুখোমুখি দেখা হতেই আবেগে ভেসে যান দুই তারকা অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধআনন্দ উৎসবে আয়োজিত হল চুনতি ডট কম ম্যারাথন
পরবর্তী নিবন্ধকিংবদন্তি শিল্পী আবদুল গফুর হালী স্মরণে সংগীত সন্ধ্যা