এক ফালি সুখস্মৃতি

কাজী নাজরিন | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

এক ফালি সুখস্মৃতি জীবনে সজীবতা এনে দেয়,

সুখস্মৃতির কল্পনার বিশালতা আকাশস্পর্শী

স্মৃতি জুড়ে মর্মস্পর্শী চালচিত্রগুলো

স্বস্তি এনে দেয় ব্যথাতুর বালুকাবেলায়।

ধোঁয়াশার চাদরে ঢাকা এক ফালি সুখস্মৃতি

মর্মে পুষ্পরেণু ফোটায়।

ঘাসফড়িং ছুঁয়ে দেখার আনন্দের মতো

মন শিহরিত হয়।

শিরোনাম বিহীন খবরের পাতায় হারানো বন্ধুর

খোঁজ পাওয়ার মতো এক ফালি সুখস্মৃতি জীবনের

রূপ পাল্টে দেয়।

পূর্ববর্তী নিবন্ধধূপছায়া
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে