এক প্রেসিডেন্টকে কামড়াল আরেক প্রেসিডেন্টের কুকুর

| রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

এক প্রেসিডেন্টের কুকুর কামড়ে দিল আরেক প্রেসিডেন্টকে। মলদোভা সফরে গিয়ে কুকুরের কামড় খেতে হল অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ফন দ্যার ব্যালেনকে। মলদোভার গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর কুকুর ঘটিয়েছে অঘটন। প্রেসিডেন্টের বাসভবন প্রাঙ্গণে হাঁটাহাঁটির সময়, ব্যালেনের হাতে কামড় দেয় কুকুরটি। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছে তাকে। মলদোভার পার্লামেন্টের স্পিকারের সঙ্গে পরে একটি বৈঠকে ব্যালেনের হাতে ব্যান্ডেজ বাঁধা থাকতে দেখা গেছে। খবর বিডিনিউজের।

ঘটনায় ক্ষমা চেয়েছেন মলদোভার প্রেসিডেন্ট সান্দু। তিনি বলেন, আশেপাশে অনেক মানুষ দেখে ঘাবড়ে গেছে তার পোষা প্রাণীটি। শুক্রবার ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্টে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ব্যালেন কুকুরটির জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে হাসপাতালে গোলাগুলিতে নিহত ২
পরবর্তী নিবন্ধভারতে টানেল ধস : সপ্তম দিনেও আশার আলো নেই উদ্ধার প্রচেষ্টায়