নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল উৎপাদন এবং রাস্তা দখল করে ব্যবসা করায় একটি মিল ও সাত ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী জানান, অভিযানে পাহড়তলী থানার ডিটি রোডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করায় মেসার্স চারু ওয়েল মিলকে ৫০ হাজার টাকা এবং বহদ্দারহাট কাঁচাবাজার ও ধনিয়ালাপাড়া এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সাত ব্যক্তিরক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বন্দর থানার ফকিরহাট এলাকায় নালার জায়গা দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সিটি মেয়রের নির্দেশে গতকাল চসিকের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সরেজমিন পরিদর্শন করে চসিকের একটি টিম। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভবনটির নির্মাণ কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় বলে জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা।