অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন ও বিক্রি করায় নগরের লালদীঘি পাড়ের নিউ মিষ্টি সাধু ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে লালখান বাজার চাঁনমারী রোডে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, পৃথক দুটি অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।