এক প্রতিষ্ঠানের বন্ধককৃত সম্পত্তি নিলামে বিক্রি

অর্থ আত্মসাত মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

 

 

ইস্টার্ন ব্যাংকের অর্থ আত্মসাত মামলায় পাকিজা এন্টারপ্রাইজের বন্ধককৃত সম্পত্তি নিলামে বিক্তি করে ১৬ কোটি টাকা আদায় করেছে আদালত। গতকাল রোববার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে ক্রেতা এ টাকা পরিশোধ করেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ৬০ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৮৭২ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স পাকিজা এন্টারপ্রাইজের বিরুদ্ধে ২০১৭ সালে একটি জারি মামলা দায়ের হয়। সম্প্রতি আদালত পাকিজা এন্টারপ্রাইজের সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দেন। সে অনুযায়ী নিলাম হয়। নিলামে ১৬ কোটি টাকা দিয়ে খ শ্রেণীর উক্ত সম্পত্তি ক্রয় করে এক ব্যক্তি।

পূর্ববর্তী নিবন্ধজাহাজে গলায় ফাঁস দিয়ে সুকানির আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবায়েজিদে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২