ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ২২ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৯৪ টাকা নেওয়া ঋণ শোধ না করায় ড্রেস ডিজাইনার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক না থাকায় এবং ইতোপূর্বে দেওয়া আদালতের নির্দেশে পাসপোর্টসহ আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গতকাল অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পাঁচজন হচ্ছেন ড্রেস ডিজাইনারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজ্জাকুল হায়দার, চেয়ারম্যান লোকমান চৌধুরী, পরিচালক মোহাম্মদ আলী ইমাম, হাসনা বেগম ও সাবেক পরিচালক মোহাম্মদ আলী।
আদালত সূত্রে জানা গেছে, মনছুরাবাদের আসকারাবাদ এলাকায় অবস্থিত ড্রেস ডিজাইনারস লিমিটেড ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক দেয়নি। ১১ বছর আগে নেওয়া ঋণের টাকা শোধ করেনি প্রতিষ্ঠানটি। খেলাপি ঋণ আদায়ের জন্য মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।