এক পশলা বৃষ্টি

রূপক কুমার রক্ষিত | সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

অবহেলার উচ্চচাপ ঘিরে

চরম ঘূর্ণিপাকে

উন্মত্ত কালবৈশাখীর ভয়ংকরী কূপে

অভিমানী কথাগুলো

অর্থ বিভ্রাটে নিরর্থ প্রায়।

অনেক কাল ধরে

শত সহস্র কষ্টে,

বুকে চাপা আদি উন্মাদনায়

দিশেহারা অলস আহ্লাদী কাব্যিক ছত্রে,

লালিত উষ্ণ নৃত্যকলার পূর্বাভাসী

প্রমত্তা তৃষ্ণার অচেনা চিৎকারে

ছন্দছেঁড়া অদম্য এক প্রলয়ংকরী দৃষ্টি।

 

নীরবতার গভীরতা ভেঙ্গে

কুন্ডলীতে জেগে ওঠা অকস্মাৎ ভূমিকম্প

কথার ঠোঁটে কথাহীন কাঁপন।

স্বপ্নের ত্বন্বী দেহজুড়ে

উত্তাল আবেগী তরঙ্গ, আর,

ফেঁপে ফেঁপে নিঃশব্দ গর্জন।

গোপন ভাষায় নিয়মের অর্গল ছিঁড়ে

কথাগুলো উড়ে উড়ে

মেঘেদের ঘেঁষে তুমুল ঘর্ষণে,

অমীমাংসিত কাব্যের উত্তাপে অস্থির প্রায়,

অবশেষে নিসর্গ মুগ্ধতায়

গভীর প্রণয় ভেজা এক পশলা বৃষ্টি।

পূর্ববর্তী নিবন্ধচলো প্রাণের উচ্ছ্বাসে
পরবর্তী নিবন্ধসাক্ষাৎকারে শরীরের ভাষার শক্তি