এক পরিবারে পাঁচ মেধাবী মুখ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

প্রত্যেক মাবাবারই স্বপ্ন থাকে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। কিন্তু এটি সবার পক্ষে সম্ভব হয় না। সন্তানদের মধ্যে দুইএকজন উচ্চ শিক্ষা অর্জন করতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে পিছিয়ে পড়েন অন্য সন্তানরা। কিন্তু মাঝেমধ্যে এর ব্যতিক্রমও হয়। এর একটি উৎকৃষ্ট উদাহরণ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরীর পরিবারে। তার বড় সন্তান জাহেদুল আলম চৌধুরী আইয়ুবের পাঁচ ছেলেমেয়েই উচ্চ শিক্ষিত। তার বড় সন্তান ডাক্তার, পরেরজন ইঞ্জিনিয়ার, তৃতীয়জন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফলিত গণিতে মাস্টার্স এবং ছোট দুই মেয়ের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এডমিনিস্ট্রেশনে অনার্স অন্যজন একই বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। ছোট মেয়ে ছাড়া বাকী চারজনই বর্তমানে কর্মক্ষেত্রে আলো ছড়াচ্ছেন। একই পরিবারের মেধাবী পাঁচ ভাইবোনের এমন উচ্চ শিক্ষা অর্জনে গর্বিত তার দাদা, মা ও বাবা এবং উৎফুল্ল স্থানীয়রাও।

জানা যায়, সবার বড় সন্তান ডা. রায়হানুর ফেরদৌস মানিয়া। তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনলোজি চিটাগাং (ইউএসটিসি) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মেডিক্যাল অফিসার হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতালে কর্মরত রয়েছেন। মেঝ সন্তান ইঞ্জিনিয়ার রায়হান চৌধুরী আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই) বিষয়ে বিএসসি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই) বিভাগের লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। তৃতীয় সন্তান আসিফ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিষয়ে অনার্সমাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (অওটই) লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। চতুর্থ সন্তান আয়শা আকতার টুম্পা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এডমিনিস্ট্রেশন বিষয়ে অনার্স (বিএসএস) সম্পন্ন করেন। বর্তমানে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে ইন্টার্ন করছেন। ছোট সন্তান হালিমা আকতার রুম্পা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স (বিবিএ) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তাদের বাবা জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে পালন করছেন। তাদের দাদা জহির আহমেদ চৌধুরীও একজন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা এবং পঞ্চমবারের মতো যিনি পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। তাদের মা একজন গৃহিনী। সন্তানদের এই অর্জনের বিষয়ে জাহেদুল আলম চৌধুরী আইয়ুব বলেন, ছোটবেলা থেকেই সন্তানদের পড়াশোনার ব্যাপারে আমি সর্বোচ্চ ত্যাগ করেছি। আমার স্ত্রীও তাদের জন্য খুব কষ্ট করেছে। আমি মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সন্তানরা তাদের অধ্যবসায় চালিয়ে যাচ্ছেন। প্রতিটি ধাপে তাদের আমার বাবার পাশাপাশি অনুপ্রেরণা জুগিয়েছেন বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ এমপি মহোদয়। তিনি আমার সন্তানদের সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধউপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে
পরবর্তী নিবন্ধকর্নেলহাটে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার