দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। গতকাল এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
মোস্তক আহমেদ খান বলেন, দৈনিক আজাদীতে ১৭ সেপ্টেম্বর ‘দক্ষিণ জেলা বিএনপিতে অনৈক্যের সুর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে এনামুল হক এনামের বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান ওএসডি, তার কোনো পাওয়ার নেই। উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দলীয়ভাবে এ বক্তব্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কাছে আবেদন করব।
বিবৃতিতে বলা হয়, আমাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব পদে রেখে এনামুল হক এনামকে ১নং যুগ্ম আহ্বায়ক করে কমিটি করেন কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। এখন যদি আমি ওএসডি হই তাহলে এই কমিটির বৈধতা কতটুকু?