এক নাম্বার হওয়ার জন্যই দল গড়েছে কিষোয়ান

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নিবন্ধিত দল কিষোয়ান স্পোর্টিং ক্লাব। নিবন্ধন পাওয়ার পর থেকে দলটি একেবারে উড়ে উড়েই যেন এসেছে প্রিমিয়ার লিগে। সেই তৃতীয় বিভাগ থেকে শুরু করে প্রিমিয়ার পর্যন্ত গায়ে হারের আঁচড় লাগতে দেয়নি দলটি। কিন্তু গত আসরে প্রথমবারের মত প্রিমিয়ার লিগে খেলতে এসে হোঁচট খায় কিষোয়ান স্পোর্টস ক্লাব। চট্টগ্রামের ফুটবলে বিপ্লব সৃষ্টি করতে আসা ক্লাবটি ভাল দল গড়েও পারেনি শিরোপা জিততে। অথচ সেরা ফুটবলার সংগ্রহ, সেরা সুযোগ সুবিধা, ভাল মানের কোচ নিয়োগ কোন কিছুরই কমতি রাখেনি ক্লাবটি। কিন্তু একটানা চারটি লিগে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়া হয়নি ক্লাবটির। তাই প্রথম আসরে ব্যর্থ হলেও দ্বিতীয় মৌসুমে আর পিছিয়ে পড়তে চায় না কিষোয়ান। তাইতো এবারেও শক্তিশালী দল গড়েছে এবারের প্রিমিয়ার ফুটবল লিগের দলবদলে। বিভিন্ন দল থেকে পছন্দের ফুটবলারদের নিয়ে আসার পাশাপাশি ভাল মানের বিদেশী ফুটবলারও সংগ্রহ করে রেখেছে কিষোয়ান। তাই এবারের লিগে আর ব্যর্থতা নয়, সফলতা নিয়েই মাঠ ছাড়তে চায় কিষোয়ান। এবারের ফুটবলারদের দল বদলে কিষোয়ান বিভিন্ন দল থেকে নিয়ে এসেছে ১৪ জন ফুটবলারকে। তারা হলেন শতদল ক্লাবের হৃদয়, তানভীর এবং অপু। সিটি কর্পোরেশন একাদশ থেকে এসেছে মহিব্বুল্লাহ এবং সমরজয়। মোহামেডান ব্লুজ থেকে এসেছে নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, গোলরক্ষক মিনহাজ উদ্দিন এবং আকাশ। কাস্টমস স্পোর্টস ক্লাব থেকে এসেছে খোরশেদ আলম। ব্রাদার্স ইউনিয়ন থেকে এসেছে নিশাদ। রেলওয়ে রেঞ্জার্স থেকে এসেছে স্বাধীন। বিসিআইসি থেকে এসেছে রোম্মান। কল্লোল সংঘ থেকে এসেছে আসিফ। গত মৌসুমে যারা খেলেছে তাদের মধ্যে এবারেও দলে রয়ে গেছে আনিসুল আলম, সাহেদুল আলম, মুবিনুর রশিদ, সিরাজুল মোস্তফা, শামীম এবং ইকবাল হোসেন। আর দল ছেড়ে গেছে তিনজন। তারা হলেন ফিরিঙ্গি বাজার লাকি স্টার ক্লাবে যোগ দেওয়া আশিক বড়ুয়া, মোাহমেডান ব্লুজে যোগ দেওয়া আবির এবং ব্রাদার্স ইউনিয়নে যোগ দেওয়া আফজাল হোসেন। এবারের লিগে কিষোয়ান স্পোর্টস ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় ফুটবলার আসাদুর রহমান। সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ফুটবলার ধীমান বড়ুয়া। আর গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করবেন সাবেক জেলা দলের গোলরক্ষক মো. হারুন। আর দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মো. জয়নুল আবেদীন। দলের কোচ আসাদুর রহমান জানান কিষোয়ান সব সময় এক নম্বর হওয়ার জন্য দল গড়ে। এই দলটি একটি রেকর্ড গড়তে চেয়েছিল। সেটি হচ্ছে একেবারে তৃতীয় বিভাগ থেকে শুরু করে প্রিমিয়ার লিগ পর্যন্ত একটানা চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু সেটি সফল হয়নি তাদের। গত মৌসুমে প্রথমবারের মত প্রিমিয়ার লিগে খেলতে এসে দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত ছন্দ হারিয়ে ফেলে। ফলে শিরোপা জেতা হয়নি। এমনকি রানার আপও হতে পারেনি। তবে সে ক্ষত এবার মুছে ফেলতে চায় ক্লাবটি। কোচ আসাদুর রহমান জানান প্রথম বিভাগে লিগ চ্যাম্পিয়ন হয়ে কিষোয়ান যখন প্রিমিয়ারে আসে তখন আমি দলটির কোচ ছিলাম। কিন্তু গত আসরে প্রিমিয়ার লিগে দলটির দায়িত্বে আমি ছিলাম না। তবে এবার আবারো আমার উপর আস্থা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। তবে এবার যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই আমি চেষ্টা করব দলকে চ্যাম্পিয়ন করাতে। নিজেদের পছন্দমত ফুটবলার দলে নিয়েছে। তাই শিরোপা জিততে না পারার কোন কারন দেখেন না আসাদ। তবে খেলাটি যেহেতু মাঠের তাই মাঠেই সেরাটা দিতে হবে। নগরীর সাইডার স্কুল মাঠে অনুশীলন করে কিষোয়ানের ফুটবলাররা। সেখানেই তাদের ক্যাম্প। সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দলটিকে প্রস্তুত করা হচ্ছে।

আসাদুর রহমান জানান তার দলের সবচাইতে বড় শক্তির জায়গা হচ্ছে মিডফিল্ড। তবে দু’ একটা জায়গায় কিছুটা দুর্বলতা রয়েছে। তবে সে সব পুরনের ব্যবস্থাও হয়ে গেছে বলে জানান দলটির হেড কোচ। এরই মধ্যে একজন বিদেশীর সাথে কথা অনেকটাই পাকা করে ফেলেছে কিষোয়ান। তার নাম সোলেমান ছিল্লা। নাইজেরিয়ার এই ফুটবলার ঢাকায় খেলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। বেশ ভাল একজন ফুটবলার সোলেমান ছিল্লা। আমরা তাকে দলে নেওয়ার পাশাপাশি আরো একজন ভাল মানের বিদেশী ফুটবলারের সাথে কথা বলছি। সেটা যদি হয় তাহলে বড় একটা চমক হবে কিষোয়ান চট্টগ্রামের ফুটবল মাঠে। আসাদুর রহমান মনে করেন আসলে স্থানীয় ফুটবলারদের ভাল খেলতে হবে। মূল দায়িত্বটা আসলে তাদের। তবে বিদেশীরা অনেক সময় ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তাই বিদেশী ফুটবলার নেওয়ার ক্ষেত্রে আমরা সবার চাইতে এগিয়ে থাকতে চাই। কিষোয়ান স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান হচ্ছেন সাতকানিয়ালোহাগাড়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি। আর ক্লাবের সভাপতি হচ্ছেন ওয়াহিদুল আলম সিআইপি। তিনি একজন ফুটবল পাগল মানুষ। তাই ফুটবল দল গঠনে তিনি সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করেন। তিনি চান তার দল সব সময় এক নাম্বার হবে। কিন্তু মাঠের খেলায় সেটা হতে পারেনি গত মৌসুমে। তবে এবারে আর হার মানতে রাজি নন তিনি। তাইতো একটি শক্তিশালী দল নিয়ে এবারে মাঠে নামছে কিষোয়ান। লক্ষ্য লিগে এক নম্বর হওয়া।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে জয়ের জন্যই খেলতে চান পেসার খালেদ আহমেদ
পরবর্তী নিবন্ধরাশিয়ার দখলে ইউক্রেনের আরও এলাকা