বাংলাদেশ টেলিভিশনের শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’-এ চার ভূমিকায় দর্শকদের সামনে আসছেন অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর। ধারাবাহিকের ‘আগুনপাখির বাসা’ পর্বে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্রে তাকে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিভি। খবর বিডিনিউজের।
‘আগুনপাখির বাসা’ প্রচার শুরু হবে ২৬ মার্চ থেকে। নাটকের গল্পে দেখা যাবে, ‘আগুনপাখির বাসা’ নামের মহল্লার পুরনো বাড়িতে নাসির আহমেদ নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে। তবে তাকে সচরাচর দেখা যায় না। সেই বাড়িতে কাজের লোক সুখলাল, মালি জগলুল ও দাড়োয়ান শাহনূরকে দেখা যায়।
আসাদুজ্জামান নূর ছাড়াও এতে অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরও আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ। ‘আগুনপাখির বাসা’ গল্পের রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন মো. এরশাদ হোসেন।