দেশে গত এক দিনে আরও ২০৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। আগের দিন ১৫৫ জন নতুন রোগী শনাক্ত এবং ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে এক দিনে সংক্রমণ ও মৃত্যু দুটোই সামান্য বেড়েছে। খবর বিডিনিউজের।
কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৯ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৪৮৯ জন। অর্থাৎ জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনায় সংক্রমিত অবস্থায় রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৭৮৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ১৫ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।