দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২,৯৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর একদিনে রোগী ভর্তির এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১০ আগস্ট ২,৯৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড রোগী শনাক্তের পাশাপাশি আরও ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। তাদের নিয়ে এ বছর এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩০ জনে।
এদিকে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩২৮ জনে। তাদের মধ্যে ৮১ হাজার ২৬৯ জন ঢাকার বাইরের, ৬৭ হাজার ৫৯ জন ঢাকার। ডেঙ্গু আক্রান্ত হয়ে সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছে ১৩৭ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৯৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ডেঙ্গু নিয়ে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে এর দ্বিগুণ ১৯৯৯ জন। একদিনে মৃত ১৪ জনের মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরের ৬ জন। হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৮৭১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৪২৯৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫৫৭৪ জন। হাসপাতালে ভর্তি থাকার হার ৭ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।












