এক দশক পর প্লেব্যাকে লুৎফর হাসান

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসান দশ বছর পর আবারো সিনেমায় গাইলেন। ‘ভালো আছে রুম, দুপুরের ঘুম, বিকেলের ভাঙা কাপে চা’ এমন কথার গানটি লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন আহমেদ কিসলুর। খবর বাংলানিউজের।
ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে অলোক হাসান পরিচালিত ‘নাকফুল’ চলচ্চিত্রের জন্য গেয়েছেন লুৎফর। এক দশক পর প্লেব্যাক করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লুৎফর হাসান। দশ বছর, এতদিন কেন অনুপস্থিত প্লেব্যাকে? এমন প্রশ্নে এই গায়কের সরল উত্তর ‘কেউ ডাকেনি, তাই’। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এর কথা পুরোটাই কাব্যিক, সুর ও সংগীতে আমাদের চিরায়ত আবেদন স্পষ্ট। গানটা গাইতে পেরে আনন্দিত এজন্য যে, গানটা আমি চিৎকার করে গাইতে পেরেছি, যেরকম গান সহজে গাওয়া হয় না। সবশেষ মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রে গেয়েছিলেন লুৎফর হাসান। ‘ভাবনার রেলগাড়ি’ শিরোনামে গানটির সুর ও সংগীত করেছিলেন আইয়ুব বাচ্চু ও কথা কবির বকুলের। তখন দারুণ সাড়া ফেলে গানটি। উল্লেখ্য, সমপ্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নাকফুল’র শুটিং শুরু হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি ও চিত্রনায়ক আদর আজাদ।

পূর্ববর্তী নিবন্ধঅস্কারে দশ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ
পরবর্তী নিবন্ধইরফান শুক্কুর, নাঈম ও মেহেদি রানার নৈপুণ্যে দারুন জয় পেল রূপগঞ্জ