এক দফা অধিকার আদায়ে ৫ অক্টোবর রোডমার্চে অংশগ্রহণ করুন

উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় গোলাম আকবর খোন্দকার

| বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লাফেনীমীরসরাইচট্টগ্রাম রোডমার্চ কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে সকল মতভেদ ভুলে সকল স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধিকার আদায়ের সংগ্রামে রোডমার্চে নেতাকর্মীদের দলে দলে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে রোডমার্চ কর্মসূচিকে সফল করতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গোলাম আকবর খোন্দকার বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রোডমার্চ কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের প্রধান লক্ষ্য এক দফার দাবি আদায়ের আন্দোলনের বিজয় না হওয়া পর্যন্ত সর্বশক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভার প্রধান বক্তা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার পথসভাকে ব্যাপকভাবে জমায়েতের মাধ্যমে সফল করতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, এডভোকেট এম এ তাহের, আবদুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সেলিম উদ্দিন চেয়ারম্যান, কর্নেল আজিমুল্লাহ বাহার, শাহীদুল ইসলাম চৌধুরী, জাকির হোসেন, দিদারুল আলম মিয়াজি, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, আলমগীর ঠাকুর, কাজী মহিউদ্দিন, হাসান মোহাম্মদ জসিম, সরোয়ার উদ্দিন সেলিম, মুরাদ চৌধুরী, এজাহার মিয়া, মোবারক হোসেন কাঞ্চন, মোহাম্মদ মহিউদ্দিন, জহির আজম, ইউচুপ নিজামী, নিজাম উদ্দিন কমিশনার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শিল্পের অগ্রযাত্রায় মাহাবুব আলীর অবদান অবিস্মরণীয়
পরবর্তী নিবন্ধ১ লাখ ৩৩ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক