এক দফার আন্দোলনে একমত হয়েছে বিএনপি ও এলডিপি

বৈঠকের পর জানালেন ফখরুল ও অলি

| মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

সরকার পতনের একদফা আন্দোলনে একমত হয়েছে বিএনপি এলডিপি। গতকাল সোমবার রাতে রাজধানীর ডিওএইচএসে এলডিপি সভাপতি ড. কর্নেল অব. অলি আহমদ বীর বিক্রমের বাসায় বিএনপির সঙ্গে এলডিপির বৈঠকের পর সাংবাদিকদের সাথে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমদ। খবর বাংলানিউজের।
মির্জা ফখরুল বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যে জাতীয় ঐক্য গড়ে তোলার যে প্রক্রিয়া শুরু করেছি সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের প্রবীণ জননেতা কর্নেল অলি সাহেবের নেতৃত্বে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসেছি। দ্বিতীয় দফায় আন্দোলনের দাবিগুলো নিয়ে আলোচনা করছি। এটি নিয়ে অন্যান্য দলের সঙ্গেও কথা বলবো। আলোচনা শেষ হলে সবাই একমত হয়ে আন্দোলনের দাবি জনগণের সামনে উত্থাপন করবো এবং দ্বিতীয় ধাপে এগিয়ে যাবো।
কর্নেল অলি আহমদ বলেন, জাতির একটি খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা জাতিকে মুক্ত করার জন্য এখানে একত্রিত হয়েছি। বহুদিন থেকে আপনারা দেখেছেন বিএনপি এককভাবে তাদের পুরো শক্তি দিয়ে সরকার বিরোধী আন্দোলনে লিপ্ত আছে। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে চাই। সেটা নিয়ে অনেকগুলো বক্তব্য এসেছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অপরদিকে এলডিপির পক্ষে ছিলেন, দলটির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য’
পরবর্তী নিবন্ধনীতিতে আ. লীগ-বিএনপির পার্থক্য থাকলেও কর্মে এক : জি এম কাদের