কোভিড-১৯ প্রতিরোধে দুই ডোজের সঙ্গে এক ডোজের স্পুৎনিক টিকাও এসে গেছে, যা এই মুহূর্তে প্রচলিত অন্যান্য দুই ডোজের টিকার চেয়েও বেশি কার্যকর বলে রাশিয়ার দাবি। স্পুৎনিক-ভি কিনতে এবং তৈরি করতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার মধ্যে গতকাল বৃহস্পতিবার রুশ গণমাধ্যমে এই খবর এসেছে, যা যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গও প্রকাশ করেছে। ব্লুমবাগের্র প্রতিবেদনে বলা হয়েছে, এক ডোজের টিকার নাম দেওয়া হয়েছে ‘স্পুৎনিক লাইট’, আর তা প্রায় ৮০ শতাংশ কার্যকর বলে রাশিয়ার দাবি। খবর বিডিনিউজের।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এক বিবৃতিতে জানিয়েছে,স্পুৎনিক লাইট করোনাভাইরাসে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা বেশ কমিয়ে দিচ্ছে। এই টিকা তৈরির পৃষ্ঠপোষকতায় থাকা আরডিআইএফ বলছে, দুই ডোজের স্পুৎনিক-ভি যেখানে ৯২ শতাংশ কার্যকর, সেখানে এক ডোজের স্পুৎনিক লাইটের কার্যকারিতা ৭৯ দশমিক ৪ শতাংশ। আরডিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভ ব্লমবার্গকে বলেছেন, যে সব দেশে করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়াচ্ছে, সেসব দেশকে লক্ষ্য করেই এক ডোজের টিকাটি তৈরি করেছেন তারা। আগামী সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি দেশ স্পুৎনিক লাইট অনুমোদন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার নতুন ডোজ পাওয়া নিয়ে জটিলতার মধ্যে রুশ টিকা ‘স্পুৎনিক-ভি’ আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন ইতোমধ্যে দিয়েছে বাংলাদেশ সরকার।