এক ডেপুটি ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়েছে সরকার। তারা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলম শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও মো. মন্টু আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল রোববার আইন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে। খবর বিডিনিউজের।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির পক্ষে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ জুলফিকার আলম শিমুলের নিয়োগ আদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমের সহকারী অ্যাটর্নিজেনারেল পদে নিয়োগ আদেশ বাতিল করে তাদেরকে অব্যাহতি দেওয়া হলো।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের কল্যাণে সুফিবাদী মতাদর্শীদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া প্রয়োজন
পরবর্তী নিবন্ধআমরণ অনশনের ঘোষণা বিএনপি নেতা রাজুর