এক ডেকচি বিরিয়ানি জব্দ করে এতিমাখানায় বিতরণ

ফুটপাতের উপর ব্যবসা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

ফুটপাতের উপর ব্যবসা করায় হাজী বিরিয়ানির এক ডেকচি বিরিয়ানি জব্দ করে তা কদম মোবারক এতিম খানায় বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদ মোড় থেকে বিরিয়ানিগুলো জব্দ করা হয়। চসিকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকালে চসিক পরিচ্ছন্ন বিভাগ আগ্রাবাদ মোড়ে ফুটপাতের উপর থেকে হাজী বিরিয়ানি দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করে। কিছুক্ষণ পর আবারো তারা সেখানে ডেকচি ও খাদ্য সামগ্রীর পসরা বসায়। পরে প্রশাসকের নির্দেশে চসিক ম্যাজিস্ট্রেট সেগুলো জব্দ করেন। এ বিষয়ে প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ফুটপাত ও জনচলাচলের পথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে আবারও একই জায়গা পুনঃদখলকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে এবং স্থাপনাগুলো গুড়িয়ে দিয়ে মালামাল জব্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ৪ প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রেমিকের সাথে দেখা করতে এসে সৈকতে ধর্ষণের শিকার যুবতী