এক ডায়াগনস্টিক ল্যাব বন্ধ, দুটিকে সতর্কতা

সীতাকুণ্ডে স্বাস্থ্য বিভাগের অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সীতাকুণ্ডের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে লাইসেন্স না থাকা, টেকনিশিয়ান বিহীন কার্যক্রম পরিচালনাসহ নানা অব্যবস্থাপনার কারণে ‘মা প্যাথলজি’ নামক একটি ডায়াগনস্টিক ল্যাবকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় দুটি ডায়াগনস্টিক ল্যাবকে সতর্ক করে দুই দিনের মধ্যে ঠিক করতে সময় বেঁধে দেয়া হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার পৌরসদরস্থ বাজারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, অভিযানকালে মা প্যাথলজি ল্যাবে নানা ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। মাত্র দুটি কক্ষ নিয়ে পরিচালিত এ ল্যাবে প্রশিক্ষিত কোনো টেকনিশিয়ান নেই, সেই সাথে নেই লাইসেন্সও। তাই লাইসেন্স বিহীন ল্যাবটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অভিযানকালে কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং ইত্যাদি ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। আগামী দুই দিনের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার দুটিকে সবকিছু ঠিক করে কার্যালয় এসে জানাতে নির্দেশ প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ডা. মো. নূরউন নবীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপর্যটকদের জন্য পার্বত্য চট্টগ্রাম নিরাপদ : কুজেন্দ্র