রাজনৈতিক অনিশ্চয়তা, রপ্তানি ও রেমিট্যান্সে পতনের কারণে ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মূল্য কমেছে উল্লেখযোগ্য হারে। গতকাল বুধবার খোলা বাজারে এক মার্কিন ডলার কিনতে খরচ হয়েছে ৩০৩ দশমিক ৫০ পাকিস্তানি রুপি।
দেশটির ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, খোলা বাজারে কয়েক রুপি পতনের পর ডলারপ্রতি সবশেষ মূল্য দাঁড়ায় ৩০০ দশমিক ৩ রুপিতে। অন্যদিকে আন্তঃব্যাংক বাণিজ্যে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রাটির মূল্য ২ দশমিক ৯৯ রুপি কমে ২৯৪ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে। এর আগে এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) সাধারণ সম্পাদক জাফর পারাচা বলেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর রুপির মূল্য যে কমবে তা আগেই আশঙ্কা করা হচ্ছিল। দেশটির অন্তর্র্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গত সোমবার শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে উদ্যোগী হয়েছেন তিনি।