এক ডজন বন্য পাখিসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরের আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে কাজী হাসিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এ সময় তার কাছ থেকে ১০টি মুনিয়া, একটি টিয়া এবং একটি শালিক পাখি উদ্ধার করা হয়। কাজী হাসিব খুলনার সোনাডাঙ্গা মডেল থানার হাফেজ নগর এলাকার কাজী জামালের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল টিমের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন। তিনি বলেন, বন্য পাখি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে সরাসরি আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাবের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধনাজিম উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল