এক টাকায় ইফতার সামগ্রী

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় অবস্থিত স্বপ্নচূড়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানিকভাবে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। ৪০টি দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সীমাবদ্ধ ছিল। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, ছোলা, চিড়া, মুড়ি, খেজুর, ট্যাংক ইত্যাদি। ১ টাকায় ইফতার সামগ্রী কিনতে পেরে দরিদ্র পরিবারের সদস্যরা দারুণ খুশি। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এমন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য স্বপ্নচূড়া ফাউন্ডেশনকে পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি সোহেল আরাফাত, সহ-সভাপতি কলিমনি ও শাহীন মীর।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ ও বর্তমান বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপটিয়ার সাবেক মেয়র হারুনুর রশিদের বড় ভাইয়ের ইন্তেকাল