এক ঝাঁক তারকা নিয়ে ‘এমন যদি হতো’

| রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

বাংলা সাহিত্যের অনেকগুলো জনপ্রিয় চরিত্র নিয়ে নির্মাণ করা হয়েছে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। এক ঝাঁক তারকা নিয়ে ব্যাংককের পাতায়ায় শুটিং হয়েছে নাটকটির। এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, আগামীকাল ১ জুলাই থেকে ধারাবাহিকটি প্রচার শুরু হবে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি। এতে অভিনয় করেছেন তানিয়া আহমেদ, আজাদ আবুল কালাম, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, কেয়া পায়েল, সামিরা খান মাহি, টয়া, রোদসী, চাষী আলম, সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ, মাহা, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এটি পরিচালনা করেছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের ভিখু চরিত্রটি দেখা যাবে নাটকে। যেখানে পাতায়ার রাস্তা দিয়ে দৌড়ে আসতে দেখা যাবে তাকে। তাছাড়া নবাব সিরাজউদ্দৌলা, গোপাল ভাঁড়, দেবদাস, কুবের এবং কপিলা, লালসালু গল্পের মজিদসহ বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্রগুলো উপস্থাপন করেছেন তারকারা।

ধারাবাহিকটি প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, এত এত তারকা নিয়ে দেশের বাইরে চিত্রায়িত, পুরো একটি ধারাবাহিক নাটক এটিই প্রথম এর আগে আর হয়নি। এখানে এমন অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন যাদেরকে সচরাচর ধারাবাহিক নাটকে দেখা যায় না। সব মিলিয়ে নাটকটি দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে।

পূর্ববর্তী নিবন্ধবুবলীর নিউজ শেয়ার করে হাসলেন অপু
পরবর্তী নিবন্ধতুফান’ নিয়ে বলিউড বিশ্লেষক তরন আদর্শের পোস্ট