এক জালে ২০৪ রাঙা কোরাল বিক্রি ৬ লাখ টাকায়

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন উপকূলে জেলে রশিদ আহমেদের টানা জালে ধরা পড়েছে ২০৪টি লাল বা রাঙা কোরাল। প্রতিটি কোরাল গড়ে ৫ কেজি। যা বিক্রি হয়েছে ছয় লাখ টাকায়। গতকাল বুধবার বিকেল ২টার দিকে সাগরে জাল ফেলে ৩টার দিকে মাছগুলো নিয়ে কূলে ফিরেন রশিদ আহমেদ।
স্থানীয় কাঁচা মাছ ও শুটকি ব্যবসায়ী মুফিজ মাছগুলো কিনে টেকনাফ শহরে নিয়ে আসেন। তিনি জানান, মাছগুলো কিনেছি। সবগুলো বিক্রি করতে পারলে আশাকরি লাভবান হবো। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, লাল কোরাল বা রাঙা কোরাল সামুদ্রিক মাছ। এসব মাছ সাগরে ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে।

পূর্ববর্তী নিবন্ধউচ্চ ভোল্টেজের তার ছুঁই ছুঁই গাছের ডালপালা
পরবর্তী নিবন্ধবাসের ধাক্কায় সড়কে ওল্টে গেল খড় বোঝাই পিকআপ