মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের শাইরার ডেইল গ্রামের একে খানের ট্রলারে এক জালেই ধরা পড়েছে ৮টি পোপা মাছ। প্রতিটি মাছের ওজন ২০ থেকে ২৫ কেজি। দাম হাঁকা হয়েছে ৩৫ লাখ টাকা। মহেশখালীতে নগদে কেনার ক্রেতা না পেয়ে মাছগুলো গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের ফিশারি ঘাটে নিয়ে যাওয়া হয়েছে।
ফিশিং ট্রলার মালিক একে খান জানান, গত ২৪ নভেম্বর তার মালিকানাধীন ফিশিং ট্রলারটি মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। গত ২৬ নভেম্বর তারা গভীর
সাগরে জাল ফেললে ৮টি পোপা মাছ আটকা পড়েছে। গতকাল সোমবার মাছগুলো তীরে নিয়ে আসা হয়। মাছগুলোর মূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। মহেশখালীতে বিভিন্ন ব্যবসায়ী ২২ লাখ টাকা পর্যন্ত দাম হেকেছেন মাছগুলোর। তবে নগদ টাকায় কেনার ক্রেতা না পাওয়া মাছগুলো চট্টগ্রাম শহরের ফিশারি ঘাটে নিয়ে যাওয়া হবে।