যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার ঘটনায় এক চোখের দৃষ্টিশক্তি ও এক হাতের কার্যক্ষমতা হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ লেখক সালমান রুশদি। গত ১২ আগস্ট নিউইয়র্কের চাওটাওকুয়া ইনস্টিটিউটে হলভর্তি দর্শকের সামনে বক্তৃতা দেওয়ার প্রস্তুতিকালে সালমান রুশদির ওপর ওই হামলা হয়। তারপর থেকে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সালমান রুশদির সাহিত্যিক এজেন্ট অ্যান্ড্রুওয়াইলি এতথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
খবরে বলা হয়, সালমান রুশদির বুকে ১৫টি গভীর ক্ষত রয়েছে। তার এক চোখ আজীবনের জন্য নষ্ট হয়ে গেছে। তার বাহুর স্নায়ু কেটে যাওয়ায় অক্ষম হয়ে গেছে একটি হাত। তার গলায় গুরুতর তিনটি জখম ছিল। স্প্যানিশ পত্রিকা এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্ড্রুওয়াইলি ‘নিষ্ঠুর ও প্রাণঘাতী’ হামলার ব্যাপারে ব্যাখ্যা করেছেন। রুশদি এখন হাসপাতালে নাকি বাড়িতে সে ব্যাপারে অবশ্য তিনি কিছু জানাননি।