এক ঘণ্টা পেছাচ্ছে ইউরোপের ঘড়ির কাঁটা

আজাদী ডেস্ক | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ইউরোপের বিভিন্ন দেশে আজ থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আনা হচ্ছে। অর্থাৎ স্থানীয় সময় রাত তিনটা থেকে ঘড়ির কাঁটার পরিবর্তন করে এক ঘণ্টা পিছিয়ে রাত দুইটা করা হচ্ছে। এতে বাংলাদেশের সঙ্গে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনে থাকা দেশগুলোর সময়ের ব্যবধান হবে পাঁচ ঘণ্টা এবং গ্রিনউইচ মিন টাইম বা জিএমটির সঙ্গে এ দেশগুলোর সময়ের ব্যবধান এক ঘণ্টায় এসে পৌঁছাবে। জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, হাঙ্গেরি, স্লোভেনিয়া, পোল্যান্ড, অস্ট্রিয়া, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম অর্থাৎ ইউরোপের বেশির দেশই সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনকে অনুসরণ করে।
অন্যদিকে রোমানিয়া, বুলগেরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, গ্রিস অর্থাৎ পূর্ব ইউরোপিয়ান টাইম জোনে থাকা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য হবে চার ঘণ্টা। জিএমটির সাথে এখন থেকে পূর্ব ইউরোপিয়ান টাইম জোনে থাকা দেশগুলোর সময়ের পার্থক্য হবে দুই ঘণ্টা।
গ্রেট ব্রিটেন এবং পর্তুগাল-ইউরোপের এ দুই দেশের সঙ্গে আজ থেকে বাংলাদেশের পার্থক্য হবে ছয় ঘণ্টা। উল্লেখ্য, বছরে দুইবার ইউরোপের দেশগুলো তাদের সময়ের পরিবর্তন করে। প্রত্যেক বছরের মার্চ মাসের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়, যা ‘সামার টাইম’ হিসেবে পরিচিত। অপরদিকে অক্টোবর মাসের শেষ রোববারে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আবার মূল সময় ধারায় ফিরিয়ে আনা হয়, যা ‘উইন্টার টাইম’ হিসেবে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
পরবর্তী নিবন্ধবাধ্যতামূলক মাস্ক-বিনামূল্যে টিকা, কোভিড পরিকল্পনা জানালেন বাইডেন