‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন পরিচালক অ্যাটলি কুমার। বড় বাজেটের সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এএ২২দ্ধএ৬’। খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে সিনেমাটির কাজ। এবার জানা গেল, এই সিনেমার আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। আর এ গানে উত্তাপ ছড়াতে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘এএ২২দ্ধএ৬’ সিনেমার আইটেম গানের জন্য পূজা পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা)। ‘ডিজে : ডাবাডা জগন্নাধাম’, ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন পূজা। দুটো সিনেমায় তাদের রসায়নে মুগ্ধতা প্রকাশ করেন ভক্ত–অনুরাগীরা। এরপর কেটে গেছে দীর্ঘ ৫ বছর। অনেক দিন পর প্রিয় তারকাদের একসঙ্গে পারফরম্যান্সের খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। খবর বাংলানিউজের।
আল্লু অর্জুন–অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১০০ কোটি টাকার বেশি)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি।












