এক কোটি ১০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। গত মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের ‘বিজি ১৪৮’ ফ্লাইট থেকে এসব সিগারেট জব্দ করা হয় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সালাউদ্দিন রিজভী।
তিনি বলেন, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় রাত একটা ৩৫ মিনিটে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি ১৪৮’ ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৮ টা ৮ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের সূত্র ধরে বিমান বন্দর কাস্টমসের কর্মকর্তারা অভিযান চালিয়ে ‘সুপার স্লিম ইজি স্পেশাল গোল্ড’ ‘সুপার স্লিম ইজি স্পেশাল লাইট’ ‘মন্ডে স্ট্রভেরি ফ্লেভার’ ও ‘বেনসন লাইট’ ব্র্যান্ডের মোট ৭ হাজার ২৬২ মিনি কার্টন জব্দ করেন। যার মধ্যে ১৪ লাখ ৫২ লাখ ৪০০ শলাকা সিগারেট পাওয়া গেছে। এর আনুমানিক বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন-১৯৬৯ এবং অন্যান্য প্রযোজ্য আইন/বিধি প্রয়োগ করে কাস্টম হাউস, চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের ডি এম নং-০২১৬৯০১ মোতাবেক উক্ত অবৈধ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তির লক্ষ্যে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডায়ানা অ্যাওয়ার্ড পেলেন আনোয়ারার আনুশা
পরবর্তী নিবন্ধভরিতে স্বর্ণের দাম কমলো ১,১৬৬ টাকা