এক কেজি আইস সহ মো: ইউনুস (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে টেকনাফ পৌর নাইট্যং পাড়া এলাকা হতে আটক করা হয়। সে স্থানীয় সৈয়দ হোসেনের ছেলে। কঙবাজার র্যাবের সহকারী পুলিশ সুপার মো: বিল্লাল উদ্দীন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।