এক কেজি আইসসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৯ অপরাহ্ণ

এক কেজি আইস সহ মো. ইউনুস ওরফে ইনিয়া(৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১৫ সদস্যরা।

আজ বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে টেকনাফ পৌর নাইট্যং পাড়া এলাকা হতে আটক করা হয়। তিনি স্থানীয় সৈয়দ হোসেনের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দীন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫৪ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআত্মহত্যার অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর মৃত্যু