এক কিলোমিটারে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

পুড়ল টিনশেডের ৬০টি বসত ঘর

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার যমুনা ক্লাব সংলগ্ন নজরুল কলোনিতে আগুনে দগ্ধ হয়ে হাসিনা বেগম টুনু (৫৩) নামে এক নারী মারা গেছেন। আগুনে টিনশেডের ৬০টি বসতঘর পুড়েছে। সঙ্গে পুড়ে গেছে একটি স্কুলও।

পুলিশ ও মৃতের পরিবার জানিয়েছে, সিলিন্ডার থেকে সরবরাহ করা গ্যাস দিয়ে চুলা জ্বালিয়ে রান্নার সময় আগুন লাগে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। গতকাল রোববার সকাল ১০টার পরে নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার মাইজ্জা মিয়ার কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। নিহত টুনু শারীরিক প্রতিবন্ধী। তিনি নগরীর ‘এক কিলোমিটার’ এলাকার জাকির হোসেনের স্ত্রী। তিনি ওই কলোনিতে বসবাস করতেন। তবে তার বাড়ি পাশ্ববর্তী মীরপাড়া এলাকায়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল হালিম জানান, বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এছাড়া আমাদের ফায়ার সার্ভিসের এক কর্মীও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চাক্তাই লামার বাজার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার সময় অগ্নিকাণ্ডের খবরে দ্রুততার সাথে সেখানে পুলিশের টিম মোতায়েন করা হয়। আগুনে নজরুল কলোনির কমপক্ষে ৬০টি টিনশেড বসতঘর পুড়ে গেছে। এর সঙ্গে লাগোয়া মেরন সান স্কুল এন্ড কলেজের আসবাবপত্র পুড়ে গেছে। তবে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে ওসি জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর কলোনির একটি বাসা থেকে দগ্ধ হাসিনা বেগমকে উদ্ধার করে ফায়ার কর্মীরা। পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসিনা বেগমের মেয়ে মুন্নী আক্তার আজাদীকে বলেন, সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন লাগে। তখন আমার আম্মার শরীরে আগুন ধরে যায়। আমরা দ্রুত বের হতে পারলেও আম্মা বের হতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সিরিজ জয়
পরবর্তী নিবন্ধচলন্ত রিকশায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার চালকের মৃত্যু