এক কারখানায় ৭ ব্রান্ডের মশার কয়েল!

৫০ হাজার টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ৮:৩৯ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে অবৈধ ও নিম্নমানের ৭ ব্রাণ্ডের মশার কয়েল তৈরি করে আসছিল জিএম কেমিক্যাল নামের একটি কারখানা। গতকাল বৃহস্পতিবার উক্ত কারখানায় অভিযান চালিয়ে ১০০ কার্টন মশার কয়েল ধ্বংস ও কারখানাটি সিলগালা হয়। এসময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্রাণ্ডগুলো হচ্ছে- চট্টগ্রামের শাহ্‌ আমানত, হাই এন্টারপ্রাইজ, গাজীপুরের এস এম কেমিক্যাল ও জিএম কেমিক্যাল। উল্লেখ্য, পটিয়া পৌরসভার আমজুর হাটের জিএম কেমিক্যাল নামের একটি কারখানায় ৪ ভুয়া প্রতিষ্ঠানের নামে ৭ ব্রাণ্ডের মশার কয়েল তৈরি করছিল।
বিএসটিআই বিভাগীয় অফিস ও পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উক্ত কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মু. ইনামুল হাছান। তিনি জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ওই কারখানায় মশার কয়েল উৎপাদন করা হচ্ছিল। অভিযানে সহায়তা দেন বিএসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান ও মো.তারেক রহমান। অভিযানে প্রায় ৪০০ কার্টনসহ (১ লাখ ২০ হাজার পিস) কারখানাটি সিলগালা করা হয়। জানা যায়- নিম্নমানের মশার কয়েল মানব স্বাস্থ্য বিশেষ করে গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে চলছে সাঁড়াশি অভিযান
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় আসামি গ্রেপ্তার