চকরিয়ায় পারিবারিক বিষয় নিয়ে তুমুল ঝগড়ায় লিপ্ত হয় স্বামী ও স্ত্রী। বিবাদের একপর্যায়ে ভয়ঙ্কর হয়ে উঠে স্বামী। ছুটে গিয়ে রান্না ঘর থেকে ধারালো দা নিয়ে খুঁজতে থাকেন স্ত্রীকে। এ সময় স্ত্রীকে কাছে না পেয়ে ক্ষোভ ঝাঁড়তে অন্ধকার রুমে থাকা শিশুপুত্রের দোলনায় কোপাতে থাকে। পাঁচমাস বয়সী শিশুটির মাথায় একাধিক কোপ লাগলে কাঁদতে কাঁদতে একসময় নিস্তেজ হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে চকরিয়া পৌরশহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাড়ার আলী আহমদের বসতবাড়িতে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লোমহর্ষক এই ঘটনাটি ঘটে। পাষণ্ড বাবার দায়ের কোপে নিহত শিশুর নাম মোহাম্মদ এহেছান। সে দিনমজুর আলী আহমদের যমজ পুত্রের একজন। ঘটনার পর থেকে ঘাতক আলী আহমদ পলাতক রয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব সরকার জানান, এ ঘটনায় শিশুর মা আয়েশা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে স্বামীকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পারিবারিক কলহের জের ধরে শিশুপুত্রকে হত্যায় ঘটনায় জড়িত ঘাতক বাবাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ করেছে পুলিশ।