মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন, সেই অভিযোগেও তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান। খবর বিডিনিউজের।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গত ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করে। সেখানে একটি অভিযোগে তাদের মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউটর তামিম বলেন, আমরা রায় পর্যবেক্ষণ করছি। তবে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। কবে আপিল করা হবে জানতে চাইলে তিনি বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই আপিল করতে হয়। তাই আমরা এর মধ্যেই করব।
ওই রায়ে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি দেশে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।












