আগ্রাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে গত ৮ মার্চ দ্বিতীয় বার অনুষ্ঠিত হয়েছে এক্স লিমিটেড ক্রিকেট ফেস্ট ২০২৪ আসর। চার দল বি–রিচ, বি–ফ্রেশ, ০১ লিমিটেড ও এমি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. সামসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কাজী রফিকুল হাসান, পরিচালক মেজবীন আহমেদ ও নির্বাহী পরিচালক কাজি আরিফুল হাসান। খেলা শেষে বিজয়ী দল এমি টিমের অধিনায়ক আদনান ও রানার্স আপ টিমের অধিনায়ক রাজনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন সজিব। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন হায়দার, জিকু, সঞ্জয়, ইমরুল, হানিফ, আদনান, নাসির, জয় ও শ্রীবাস।











